ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. গ্রামীণ সাংবাদিকতা
  8. চাকরির খবর
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তারুণ্য
  12. ধর্ম
  13. পড়ালেখা
  14. প্রচ্ছদ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে প্রতিবন্ধী কিশোর বলাৎকার : যুবক আটক

দ্য ডেইলি স্বাধীন
আগস্ট ৩, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোর বলাৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় নজির হোসেন (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক নজির হোসেন ওই গ্রামের আবুল হোসেনের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  বুদ্ধি প্রতিবন্ধী কিশোর গ্রামের এক দোকান থেকে সওদা আনতে রওনা দেয়। পথিমধ্যে নিজ গ্রামের লম্পট নজির হোসেন তার মুখ চেপে ধরে পাশের নরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে নির্জন স্থানে নিয়ে তাকে বলাৎকার করে। পরে ওই কিশোর বাড়ি গিয়ে বিষয়টি তার পরিবারকে জনায়।

এলাকাজুড়ে ঘটনাটি ভাইরাল হলে সালিস বসিয়ে রাতেই বিষয়টি সুরাহার প্রস্তুতি নেন স্থানীয় মাতবররা। কিন্তু বিষয়টি ধামাচাপার গুঞ্জন শুনে ভুক্তভোগী পরিবার সালিশ না মেনে তাৎক্ষনিক ভিকটিম কিশোরের মা বাদী হয়ে লম্পট নজির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামিকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। #

error: Content is protected !!