ঢাকামঙ্গলবার , ১০ জুন ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. গ্রামীণ সাংবাদিকতা
  8. চাকরির খবর
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তারুণ্য
  12. ধর্ম
  13. পড়ালেখা
  14. প্রচ্ছদ
  15. প্রবাস

দোয়ারাবাজারে শিক্ষার্থীদের উপরে অন্যায়ভাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

দ্য ডেইলি স্বাধীন
জুন ১০, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং যুব সংগঠনের সদস্যদের উপর অমানবিক নির্যাতন ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৯ জুন) বিকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাওঁ মিন্টু পয়েন্টে,উক্ত মানববন্ধনে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট আ.লীগের দোসর সাহিদ গ্যাং এর সদস্যদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী বক্তব্য প্রদান করা হয়। এ-সময় বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবি করেন। তারা বলেন, এই সাহিদ গ্যাং একটি সন্ত্রাসী সংগঠন। দীর্ঘ ১৭ বছর ধরে আ.লীগের ক্ষমতা দেখিয়ে তারা বিভিন্ন অন্যায় কাজে জড়িত ছিল। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় এলাকার অনেক মানুষকে জোরপূর্বক ভাবে জমিজমা এবং বসত বাড়ি দখল করে আত্মসাৎ করে আসছে।

ঈদের দিন বিকেলে সামান্য একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীকে এবং তাদের পরিবারের লোকজন কে মাঠগাঁও পয়েন্টে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন চালায়৷ এতে গুরুত্বর আহত অবস্থায় শিক্ষার্থী সজিব (২৫) সাজিদ আলী (২৩) সুনামগঞ্জ সদর হাসপাতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় তাদের পরিবারের আরোও তিনজন স্থানীয় মানুষ আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মানববন্ধনে সন্ত্রাসী গ্যাংদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য এলাকাবাসীর জোর দাবি জানান। এ-সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ পৌরসভা-২নং ওয়ার্ড জামাতে ইসলামের সহসভাপতি তোফাজ্জল হোসেন, দৌলতপুর জামে মসজিদের সভাপতি আবুল হোসেন, দৌলতপুর জামে মসজিদের সহ সভাপতি ইদ্রিস আলী,দৌলতপুর বন্ধন যুব সংগঠনের সভাপতি মোফাজ্জল হাসান,বিশিষ্ট মুরুব্বি সিদ্দিক আলী, বিশিষ্ট মুরুব্বি রহমত আলী, প্রবিণ মুরব্বি আহাদ আলী, নজরুল ইসলাম,ইব্রাহিম খলিল, তোতা মিয়াসহ প্রমুখ।

error: Content is protected !!