ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. গ্রামীণ সাংবাদিকতা
  8. চাকরির খবর
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তারুণ্য
  12. ধর্ম
  13. পড়ালেখা
  14. প্রচ্ছদ
  15. প্রবাস

নির্মাণ কাজ শেষ হতেই ধ্বসে গেছে সংযোগ সড়ক”নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

দ্য ডেইলি স্বাধীন
মে ১৬, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়ার সাদিক মিয়ার ব্রিজ থেকে প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ দোহালিয়ায় যাতায়াতের একটি নতুন ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ করছেন মেসার্স সাদিয়া এন্ড মেহেজাবীন এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজ ও সংযোগ সড়কটির ব্যয় ধরা হয়েছে ৪০ লক্ষ ৫০হাজার ৭শত ১১টাকা।

 

শুরুতেই অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মনীতির তোয়াক্কা না করেই মনগড়া কাজ করে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ইট সলিং সড়ক নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট । ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চলমান থাকলেও দেখার যেনো কেউ নেই। শুক্রবার (১৬ মে) সরেজমিনে গিয়ে দেখা গেছে অনিয়মের চিত্র, মাস দুয়েক আগে শেষ হয়েছে সংযোগ সড়কের কাজ কিন্তু নির্মাণকাজ শেষ না হতেই কমপক্ষে সড়কের চারটি স্থানে ধ্বস দেখা দিয়েছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভাঙনের মাত্রাও। সড়কের পাশে ভেঙে যাওয়া ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে খুঁটি পুঁতে দেওয়া হয়েছে।

 

সম্প্রতি বৃষ্টি শুরুর পর থেকে বিভিন্ন স্থানে ধ্বসে পড়তে থাকে সড়কটি। যা এখনও চলছে। সড়কটির দু’পাশে সঠিকভাবে মাটি না ফেলা এবং মাটি রক্ষার জন্য রাস্তার দু’পাশে সুরক্ষা ব্লক বা দেয়াল নির্মাণ না করায় ধ্বসে পড়ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা ঠিকাদারের গাফিলতির কারণে ধ্বসে ভেঙে যাচ্ছে সড়কটি।

শুক্রবার সড়কটি ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে সড়কের বিশাল অংশ ধ্বসে পড়েছে দোয়ারাবাজার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, পানাইল নতুনপাড়া গ্রামের মোঃ গৌছুল ইসলাম বলেন এই সড়ক দিয়ে প্রায় ৪-৫ গ্রামের মানুষ উপজেলা থেকে জেলা শহরে যাতায়াত করেন, দির্ঘ কয়েক বছর পর পানাইল নতুনপাড়া থেকে প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ দোহালিয়া সড়ক ও ব্রিজ নির্মাণ করা হচ্ছে কিন্তু সরকারি কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারনে কাজ শেষ হওয়ার আগেই সড়কটি ভেঙে যাচ্ছে। পাশেই প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ দোহালিয়া এই সড়ক দিয়েই যাতায়াত করেন শিক্ষক ছাত্র ছাত্রী কিন্তু সড়ক নির্মাণের আগেই ভেঙে যাচ্ছে এতে দুর্ভোগে পরবেন এলাকাবাসী ও ছাত্র ছাত্রী।

 

ঠিকাদারি প্রতিষ্ঠান দিচ্ছে দায়সারা বক্তব্য, ইট সলিং ধ্বসে যাওয়ার কথা জানতে চাইলে বলেন আমাদের কাজ শেষ, হয়ত বৃষ্টির কারনে রাস্তা ধ্বসে যাচ্ছে প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ লুৎফুর রহমানের সাথে কথা হয়েছে ধ্বসে যাওয়া রাস্তা ঠিক করে দিব।

জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোঃ লুৎফুর রহমান জানান অতি বৃষ্টির কারনে রাস্তা ধ্বসে যাচ্ছে,ঠিদারকে বলেছি ঠিক করে দেওয়ার জন্য। ব্রিজের সংযোগ সড়কের সাথে গাইড ওয়াল নির্মান করার কথা নয় যার কারনে গাইড ওয়াল নির্মাণ করা হয়নি, এর কারনে হয়ত রাস্তা ধ্বসে যাচ্ছে।

 

error: Content is protected !!