সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট নিলাদ্রীতে নৌকায় করে পর্যটকদের কাছে বিদেশি মদ-বিয়ার বিক্রি করছিল একটি চক্র। খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। অভিযানের টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায় চক্রটির সদস্যরা। পরে সেই নৌকা থেকে মদ ও বিয়ার জব্দ করা হয়।
রোববার বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।বিজিবি বলছে, তাহিরপুরের টেকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারের বিজিবি টহল দল বারকিসহ ওই মাদকের চালান জব্দ করেছে।জব্দকৃত বারকি নৌকা, বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, বিয়ারের মূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা।
সিলেট।