সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট, ৮ আগস্ট ২০২৫ — ভারতের কারাগারে দীর্ঘদিন আটক থাকার পর ২২ জন বাংলাদেশি নাগরিক স্বদেশে ফিরেছেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ট্রাভেল পারমিটের মাধ্যমে প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তামাবিল ইমিগ্রেশন পুলিশ তাদের স্বজনদের কাছে তুলে দেয়।
প্রত্যাবাসিতদের মধ্যে ৬০ বছর বয়সী পিযুষ তালুকদার থেকে শুরু করে সাত বছরের শিশু স্বপ্ন মোহনায়কও রয়েছেন। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা— নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, যশোর, সুনামগঞ্জ, জামালপুর ও বগুড়াসহ বিভিন্ন এলাকা থেকে।
বিজিবি সূত্র জানায়, এসব বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে তারা দীর্ঘদিন কারাগারে ছিলেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আজ তাদের দেশে ফিরিয়ে আনা হলো।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই শামীম মিয়া জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ ও বিজিবির মাধ্যমে ২২ বাংলাদেশিকে দেশে পাঠানোর পর আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।