ঢাকারবিবার , ১৮ মে ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. গ্রামীণ সাংবাদিকতা
  8. চাকরির খবর
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তারুণ্য
  12. ধর্ম
  13. পড়ালেখা
  14. প্রচ্ছদ
  15. প্রবাস

শনিবার স্কুল বন্ধ রাখায় দোয়ারাবাজারে শিক্ষকদের শোকজ

দ্য ডেইলি স্বাধীন
মে ১৮, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি :

সরকারি নির্দেশনা না মেনে শনিবার জাতীয় পতাকা টানানো হলেও পাঠদান বন্ধ রাখা হয় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পুরান বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ নিয়ে ‘স্কুল মাঠে উড়ছে পতাকা, নেই শিক্ষক-শিক্ষার্থী’ ‘শিরোনামে প্রকাশিত সংবাদের জেরে রোববার ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের শোকজ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা কোনো নেয়া হবে না, সে মর্মে শিক্ষকদের আগামি ৭ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন, ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হানিফা ও সহকারী শিক্ষকগণ।

উল্লেখ্য, শনিবার দুপুর ১টার দিকে উপজেলার পুরান বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা টানানো থাকলেও অফিসসহ প্রতি শ্রেণিকক্ষে তালা ঝুলতে দেখা যায়। জানতে চাইলে, অভিভাবকদের অনেকেই বলেন, প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না। এভাবে প্রায়ই স্কুল তালাবদ্ধ থাকে। এমনকি বিগত সরকারের আমলে প্রধান শিক্ষক আবু হানিফার বিরুদ্ধে প্রায়ই স্কুল ফাঁকি দিয়ে রাজনৈতিক সভা সমাবেশে যোগ দেয়ার অভিযোগও রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা বলেন, ‘স্কুলের পাঠদান বন্ধ রেখে শুধু জাতীয় পতাকা টানানো নিয়ে শিক্ষকদের বিরুদ্ধে কেনো বিভাগীয় ব্যবস্থা নেয়া হবেনা, সে বিষয়ে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ##

error: Content is protected !!