স্টাফ রিপোর্টারঃ
সিলেট মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে রামদা চাকু ছুরি সহ পেশাদার ৬ ডাকাতদলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত মধ্যরাতে সিলেট মহানগরীর কাষ্টঘর এলাকা থেকে ব্লক রেইড দিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে নাজিম উদ্দিন, সিলেট কোতোয়ালী থানার বেতের বাজার এলাকার কালাই মিয়ার ছেলে স্বপন আহমদ, জালালাবাদ থানার পাঠানটুলা আবাসিক এলাকার শাহজাহান মিয়ার ছেলে কাউসার আহমদ, মোগলাবাজার থানার সিলাম (মাঝপাড়া)’র হোসেন মিয়ার ছেলে শুভ আহমদ, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার হরিপুর গ্রামের শামীম মিয়ার ছেলে রাজু মিয়া, কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার বাজিতপুর(নান্দিনা) গ্রামের আব্দুস সালামের ছেলে সাগর মিয়া।
রোববার রাতে সিলেট মেট্রেপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এসএমপির বন্দর বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই ইবাদুল্লাহ’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার্স ফোর্স শনিবার রাতভর ব্লক রেইড দিয়ে ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করলেও তাদের সাথে থাকা ৭ থেকে ৮ সদস্য কৌশলে পালিয়ে যায়।এরপর জনসম্মুখে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে চারটি চাকু, একটি ধারালো রামদা, একটি ধারালো ছুরি জব্দ করে পুলিশ।