ঢাকাবৃহস্পতিবার , ২৯ মে ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. গ্রামীণ সাংবাদিকতা
  8. চাকরির খবর
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তারুণ্য
  12. ধর্ম
  13. পড়ালেখা
  14. প্রচ্ছদ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফের ১০ রাউন্ড গুলিবর্ষণ

দ্য ডেইলি স্বাধীন
মে ২৯, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সীমান্ত কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি বর্ষণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তগ্রাম কলাগাঁও, জঙ্গলবাড়ি, চারাগাঁও,লালঘাট গ্রামের একাধিক বাসিন্দা এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন। সীমান্ত গ্রামের মানুষজন জানান, বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুরের চারাগাঁও বিওপি নিয়ন্ত্রিত বাংলাদেশ-ভারত সীমান্ত রেখার ১১৯৫/৪ এস থেকে ১১৯৫ /৬ এস এলাকায় চারাগাঁও সীমান্ত ছড়ায় ১৫০ থেকে ২০০ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমানায় কয়লা উক্তোলনের নামে চোরাচালানের কয়লা আনতে অবৈধ অনুপ্রবেশ করে।

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শিলং বিএসএফ ব্যাটালিয়নের চারাগাঁও বিএসএফ ক্যাম্পের টহল দল বাঁধা দিলে কয়লা আনতে যাওয়া চোরাকারবারিরা বিএসএফ টহল দলের সদস্যদের অশ্লীল ভাষায় গালমন্দ করে পাথর ছুড়তে ছুড়তে ঢিল মারতে থাকে।

এক পর্যায়ে দু’দফায় বিএসএফ কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে ১০ রাউন্ড গুলিবর্ষণ করে। তবে ওই দিনের পর থেকে কয়লা চোরাকারবারিা আত্মগোপনে চলে যাওয়ায় গুলিবর্ষণে কেউ হতাহত হয়েছেন কি না তা জানা যায়নি।

বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, গেল ২০ মে বিএসএফের গুলিবর্ষনের ঘটনার পর কয়লা চোরাকারবারি চক্রের বিরুদ্ধে মঙ্গলবার রাতে তাহিরপুর থানায় ব্যাটালিয়নের চারাগাঁও বিওপির একজন হাবিলদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

error: Content is protected !!