সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় আওয়ামী লীগ, যুবলীগের ৬ নেতার জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (১৪ মে) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে হাজির হয়ে আওয়ামী লীগ যুবলীগের সাতজন আসামি জামিন আবেদন করলে আদালত ৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফজলুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর, সদর উপজেলা যুবলীগের সভাপতি সাধারণ এহশান শাহ উজ্জ্বল, সাধারণ সম্পাদক উকিল আলী।
এর আগে উচ্চ আদালত থেকে এই ৭ আসামি ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন প্রাপ্ত হলে মঙ্গলবার জামিনের মেয়াদ শেষ হলে বুধবার আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত যুবক জহিরের ভাই মো. হাফিজ আহমদ। তিনি দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে এরোয়াখাই গ্রামের মো. নাজির আহমদের ছেলে।