সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে ২টি চোরাই গরু উদ্ধার সহ সংঘাতের ঘটনায় আইনের ২জন কিশোরকে আদালতে সোপর্দ করে মধ্যনগর থানা পুলিশ।
গতকাল মধ্যনগর উপজেলা সদর ভবনের সামনে ব্রীজের নিকট থেকে অনুমান-৯০ হাজার টাকা মূল্যের ০২ টি চোরাই গরু উদ্ধার এবং চুরির ঘটনার সহিত আইনের সংঘাতের দায়ে উপজেলার পাৎক্ষুড়া গ্রামের কিশোর মোঃ এনামুল মিয়া(১৭) ও মোঃ আরাফাত হোসেন উরফে মুক্ত হাসানকে(১৭) পুলিশ হেফাজতে নেন।
গরুর প্রকৃত মালিক উপজেলার চামরদানী ইউনিয়নের শাজদাপুর গ্রামের ইসলাম উদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে মধ্যনগর থানার মামলা নং-০২,তাং-১৫/০৫/২০২৫খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার এসআই আসাদুল ইসলাম আইনের সহিত সংঘাতে জড়িত উক্ত ২ জনকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালত সুনামগঞ্জে সোপর্দ করেন। বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃস্বজীব রহমান।