ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. গ্রামীণ সাংবাদিকতা
  8. চাকরির খবর
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তারুণ্য
  12. ধর্ম
  13. পড়ালেখা
  14. প্রচ্ছদ
  15. প্রবাস

মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করার জের দোয়ারাবাজারে কলেজ ছাত্র দ্বীপ্রয় মৃত্যুশয্যায়

দ্য ডেইলি স্বাধীন
মে ১২, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

এনামুল কবির মুন্না,নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করার জের ধরে বন্ধু ও সহপাঠীদের ছুরিকাঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গ্রুপের এডমিন কলেজ ছাত্র দ্বীপ্রয় দেবনাথ (১৮)। দ্বীপ্রয় উপজেলার দোহালিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামের জিতেন্দ্র দেবনাথের পুত্র ও স্থানীয় দোহালিয়া প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজের আইএ ২য় বর্ষের ছাত্র। রোববার সন্ধ্যায় একই ইউনিয়নের নলুরা গ্রামের গুলই বিবির বাড়ির পশ্চিমে আমন ক্ষেতে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত দ্বীপ্রয়ের বন্ধু একই ইউনিয়নের হিম্মতেরগাও নিবাসী সজীব আহমদসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দেন দীপ্রয়ের নিকটাত্মীয় একই গ্রামের রমেন্দ্র মোহন নাথ।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়,
মাস কয়েক পূর্বে দ্বীপ্রয়সহ তার সহপাঠীরা ফেসবুকে একটি মেসেঞ্জার গ্রুপ খোলে। ওই গ্রুপের এডমিন দ্বীপ্রয় দেবনাথ। কিছুদিন পর অভিযুক্ত সজিবকেও ওই গ্রুপে এড করা হয়। সেই থেকে সজিবের অশালীন পোস্টের কারণে গ্রুপের সদস্যদের মধ্যে দেখা দেয় চরম ক্ষোভ। পরবর্তীতে এডমিন দ্বীপ্রয় তাকে গ্রুপ থেকে রিমুভ করেন। এরই জের ধরে এর বদলা নিতে এডমিন দ্বীপ্রয়ের সাথে সুকৌশলে আবারো গভীর সম্পর্ক গড়ে তোলে সজীব। ওই সুবাদে ফেসবুকে চ্যাট দিয়ে রোববার সন্ধ্যায় সুকৌশলে সজীব দ্বীপ্রয়কে ঘটনাস্থলে ডেকে নেয়। সম্পর্কের টানে বন্ধুর আহ্বানে দ্বীপ্রয় সরলমনে ঘটনাস্থলে পৌঁছামাত্র সজীবসহ তার ভাড়াটে সশস্ত্র লাঠিয়ালদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ভুমিতে লুটিয়ে পড়ে দ্বীপ্রয়। বুক ও পেটে ছুরিকাঘাতে আহত দ্বীপ্রয়কে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসামিদের ধরপাকড়ে অভিযান চলছে। #

error: Content is protected !!