সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে গৃহবধূ শামসুন্নাহার বেগম (৩৫) হত্যা মামলার দুই নম্বর আসামি শফিকুল(৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার(১৮ মে) দুপুরে উপজেলার গুদামঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামী শফিকুল হানিফ উল্লাহ’র পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার সদর ইউনিয়নের গুদামঘাট এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে আগামী কাল সোমবার আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য,গত ২০২৪ সালের এর ১৩ নভেম্বর উপজেলার বাজিতপুর গ্রামে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সুনাই মিয়ার মেয়ে শামসুন্নাহার বেগম নিহত হন।