ঢাকাশুক্রবার , ৩০ মে ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. গ্রামীণ সাংবাদিকতা
  8. চাকরির খবর
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তারুণ্য
  12. ধর্ম
  13. পড়ালেখা
  14. প্রচ্ছদ
  15. প্রবাস

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ আগুন

দ্য ডেইলি স্বাধীন
মে ৩০, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড়ের টেকেরঘাট চুনা পাথর খনি প্রকল্প এলাকায় পাটলাই নদীতে পর্যটকবাহী একটি হাউজ বোটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে পুরো হাউজ বোট ভস্মীভূত হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার সকালে তাহিরপুর থেকে ১২ জন পর্যটক, মাঝি-মাল্লা ও স্টাফসহ ১৯ জন রাহবার নৌ পরিবহণ নামে একটি হাউজ বোটে করে টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যান। তারা সারা দিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় টেকেরঘাট চুনা পাথর খনি প্রকল্প এলাকার পাটলাই নদীতে রাতযাপনের প্রস্তুতি নেন। বোটে আলোর জন্য সন্ধ্যায় হাউজ বোটে জেনারেটর চালু করা হয়। রাত সাড়ে ৮টার দিকে জেনারেটরের বিদ্যুৎ দিয়ে মালটিপ্লাগের মাধ্যমে একাধিক মোবাইল ফোনে চার্জ দিতে যান। এ সময় জেনারেটর থেকে বোটে আগুন লাগে।

এ সময় পাশে থাকা অন্য একটি হাউজ বোটে ওই ১৯ জন আশ্রয় নেন। এতে ১২ পর্যটক ও স্টাফসহ ১৯ জন নিরাপদে থাকলেও তাদের ব্যবহৃত সব জিনিষপত্র আগুনে পুড়ে গেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম জানান, আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় হাউজ বোটটি ভস্মীভূত হয়েছে। হাউজ বোটে থাকা সবাই অন্য একটি বোটে আশ্রয় নেওয়ায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে তাদের সঙ্গে থাকা জিনিষপত্র আগুনে পুড়ে গেছে।’

error: Content is protected !!