সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সমুজ আলী স্কুল এন্ড কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোসবার (২৩ জুন) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ।
এ সময় তিনি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, ‘তোমাদের আত্মবিশ্বাস ও সাহস নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তোমরা ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের সততা ও জ্ঞানের আলোয় আলোকিত করে তুলবে এই আশা রাখি।’
কলেজের অধ্যক্ষ অসীম মোদক সভাপতিত্বে ও
সহকারী অধ্যাপক জনাব মোঃ রুকনুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক গর্ভনিং বডির সভাপতি ও সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ।
উপস্থিত ছিলেন সাবেক গর্ভনিং বডির সদস্য, মোঃ আতর আলী, মোঃ মারাজ আলী, মোঃ আম্বর আলী প্রমূখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মোহিত মিয়া, সহকারী প্রধান শিক্ষক বাবু ব্রজলাল দে, বিদায়ী ছাত্রী ঋতু পুরকায়স্থ।পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ওই সময় কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলী, পরীক্ষার্থী ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।